• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়: শ্রম উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৪:১৬
সরকার শ্রমিকদের বকেয়া দিতে গেলে রাজস্ব খালি হয়ে যাবে: শ্রম উপদেষ্টা
ফাইল ছবি

মজুরিসহ বিভিন্ন ইস্যুতে আগের মতো শ্রমিক মেরে বর্তমান সরকার সমস্যার সমাধান করতে চায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। তবে, তাৎক্ষণিক সমাধান একটি জটিল বিষয়।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সরকারের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি শ্রমিকদের বকেয়া শোধ করতে যায়, তবে দেশের রাজস্ব খালি হয়ে যাবে।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের যারা বেতন দিচ্ছে না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। অনেক কারখানা বার বার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করেনি।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ কমাতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে যেটা শ্রম মন্ত্রণালয়ের কাজ নয় সেটিও করা হচ্ছে। তবে, আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে। আগের মতো উদ্বোধন করে ছবি তুলে আমরা দায়সারা কাজ করবো না। আমরা শ্রমিকদের দেওয়া সব সুযোগ-সুবিধা প্রতিনিয়ত মনিটরিংয়ে রেখেছি।

আগের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সভায় বাংলাদেশকে অপদস্থ হতে হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন, আইএলও’র কাছে এবার বাংলাদেশের অবস্থান ছিল ইতিবাচক এবং প্রশংসনীয়। আইএলও’র করা মামলা তুলে নেওয়ার বিষয়ে কয়েকটি দেশ বাংলাদেশের পক্ষে সমর্থন দিয়েছে।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে সরকারি গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ 
নির্বাচনের অজুহাতে জরুরি অবস্থা আরও ৬ মাস বাড়াল জান্তা সরকার
সবাইকে নিয়ে সরকার গড়ার প্রতিশ্রুতি সিরিয়ার প্রেসিডেন্টের
সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সরকারের যুগান্তকারী উদ্যোগ: উপদেষ্টা নাহিদ