• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

পরিবর্তন আসতে পারে যেসব মন্ত্রণালয়ে

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৭:৩১
উপদেষ্টা পরিষদ
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আবারও এই সরকারের উপদেষ্টা পরিষদে রদবদল ও আকার বাড়ছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন পাঁচ উপদেষ্টা শপথ নেবেন।

তাদের মধ্যে রয়েছেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, অধ্যাপক মো. সায়েদুর রহমান ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিন।

এদিকে সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান উপদেষ্টাদের মধ্যে কয়েকজনের দায়িত্ব পরিবর্তন হতে পারে। এ ক্ষেত্রে তিন-চারজন উপদেষ্টার মন্ত্রণালয় পরিবর্তন হতে পারে। এ ছাড়া পররাষ্ট্র, স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া ও স্বাস্থ্যে পরিবর্তন আসতে পারে বলেও শোনা যাচ্ছে ।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের মধ্যে অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিষয়টি নিয়ে রাজনীতিবিদদের অভিযোগ, এক ব্যক্তি একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় সরকারের কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। এ জন্য উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর দাবি তুলেছেন তারা।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ
‘অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে’
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ
অন্তর্বর্তী সরকারকে আরও ২ বছর সময় দিতে হবে: নুর