• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হচ্ছেন খোদাবক্স চৌধুরী

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৯:১০
ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদাবক্স চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানা যায়।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান। বেঁচে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হন। হামলার ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক দুটি মামলা করেন।

চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুই মামলার অন্যতম আসামি ছিলেন পুলিশের সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী।

চট্টগ্রামের সন্তান মোহাম্মদ খোদাবক্স চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে পুলিশের মহাপরিদর্শক হন। পরের বছর তিনি অবসর নেন। ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের অক্টোবরে সাবেক এই পুলিশপ্রধানসহ ৩৮ জন কারাগারে পাঠানো হয়।

২০০৮ সালের জুন থেকে পরবর্তী দুই বছর খোদাবক্স আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাবেক এই পুলিশপ্রধান। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি পুলিশে যোগ দেন।

২০০৬ সালে খোদাবক্স অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হন। ওই বছরের অক্টোবরে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এবং পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক হন। ২০০৯ সালের জুলাইয়ে তিনি স্বেচ্ছায় অবসরে যান। সাবেক এই পুলিশ প্রধান একসময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থেরেসা মে’র সঙ্গে বৈঠক, শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার 
নির্বাচন কোন সময় হবে জানালেন প্রধান উপদেষ্টা
জলবায়ু সংকটে চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো: প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ গ্রিড তৈরির আহ্বান ড. ইউনূসের