• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

বর্তমান পদ্ধতিতেই নির্বাচন চান সাবেক সিইসি আবু হেনা

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ২২:৫৪
মোহাম্মদ আবু হেনা
ছবি: সংগৃহীত

নির্বাচন পদ্ধতি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা।

সোমবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন সংস্কারবিষয়ক কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সাবেক সিইসি বলেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নির্বাচন পদ্ধতির পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। বর্তমান সিস্টেমই কার্যকর হতে পারে। নতুন কোনো সিস্টেম দরকার আছে বলে মনে করি না। যেসব দেশে সংখ্যানুপাতিক সিস্টেম আছে, সেসব দেশে যে এটা ভালোভাবে চলছে, এটা মনে করবেন না। এটা আমি জানি।

তিনি বলেন, আমাদের যে সিস্টেম আছে, যেটা মানুষের কাছে পরীক্ষিত তা কার্যকর করে তোলা দরকার। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সংসদ কয় কক্ষের হবে, এটা দলগুলোর ওপর ছেড়ে দেওয়া ভালো।

তিনি আরও বলেন, আইন খালি সংশোধন করলেই হয় না। আইনের প্রয়োগ দরকার যোগ্য লোককে দিয়ে। ভোল্ট লোক, কাজের লোক কোনো দলের সঙ্গে সম্পৃক্ততা নেই সুনাম আছে এ রকম লোক দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিটমেন্ট থাকলে সেটা করা যায়।

আবু হেনা বলেন, কমিশনের আমন্ত্রণে এসেছিলাম। আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। ১৯৯৬ সালের ১২ জুন সাধারণ নির্বাচন পরিচালনা করেছি। এ সুযোগে অভিজ্ঞতা শেয়ার করেছি। আমাদের ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা আহত, নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

তিনি বলেন, আমার সুপারিশ কিছু আছে আগামী নির্বাচন নিয়ে। আমি তাদের বলেছি, আশা করি তারা বিবেচনা করবেন। একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে আমার চাওয়া হলো, আগামীতে যে নির্বাচন হবে সেগুলো সাধারণ বা অন্যান্য নির্বাচন যাই হোক, সেগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় এবং দেশের কল্যাণে যেন হয়।

তিনি আরও বলেন, আইন যতই ভালোই হোক না কেন, প্রয়োগ না হলে সুফল আসে না। নির্বাচন কমিশনে যোগ্য মানুষ দরকার, যোগ্য কমিশন দরকার। যোগ্য সিইসি ও অন্য নির্বাচন কমিশনার দরকার। তারা যদি যোগ্য না হন তবে সুষ্ঠু নির্বাচন হবে না। আর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রার্থী নির্বাচন সুষ্ঠু হওয়ার দরকার। ওপর থেকে আরোপ করা নয়, বরং নিচে থেকে উঠে আসতে হবে। ভোটের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী দিতে হবে। এটা যদি সবগুলো দল বাস্তবায়ন করে তবে দেশের জন্য কল্যাণ হবে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’
সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া আর নেই
নির্বাচন ব্যবস্থা সংস্কারে মতামত চেয়ে বিএনপি-জামায়াতসহ ২২ দলকে চিঠি
দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান রাবি ছাত্রদলের আহ্বায়কের