• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সংবিধান সংস্কার নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ২৩:২২
সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ
ফাইল ছবি

সংবিধান সংস্কারের বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা।

সোমবার (১১ নভেম্বর) সিভিল সোসাইটিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ১৬টি সংগঠন অংশগ্রহণ করে। সভার শুরুতেই জুলাই-আগস্টে নিহত ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

অংশগ্রহণ করা সংগঠনগুলো হলো বাংলাদেশ আদিবাসী ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ (এএলআরডি), বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, উইমেন উইথ ডিজএবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), নারীপক্ষ, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, আইন ও সালিশ কেন্দ্র (আসক), চেঞ্জ ইনিশিয়েটিভ, বাঁচতে শেখা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট (বিআইএম)। এসব সংগঠন থেকে মোট ৩১ জন অংশগ্রহণ করেন।

সভায় সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশ নেন।

আগামী কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করবে সংবিধান সংস্কার কমিশন।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান বিচারপতির সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ
সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু, দেওয়া যাবে পরামর্শ-মতামত 
সংবিধান সংস্কার কমিশন ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামত গ্রহণ করবে 
ড. কামালের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ