• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নির্বাচন ব্যবস্থা সংস্কারে মতামত চেয়ে বিএনপি-জামায়াতসহ ২২ দলকে চিঠি

আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১০:১৬

নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য বিএনপি-জামায়াতসহ ২২টি রাজনৈতিক দল ও জোটের মতামত চাওয়া হয়েছে। দল ও জোটগুলোকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে এ ব্যাপারে নিজেদের মতামত জানানোর অনুরোধ করে চিঠি দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আইন-কানুন গভীরভাবে পর্যালোচনা করছি। ১৭-১৮টি মিটিং করেছি। আমাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা কিছু মতামত পেয়েছি। গণমাধ্যমের মতামতও নেব। তবে, দলগুলোর সঙ্গে সংলাপের দরকার নেই বলে মনে করেন তিনি।

সুশাসনের জন্য নাগরিক কমিটি-সুজন সম্পাদক আরও বলেন, অনেক ধরনের মতামত আছে। এ ক্ষেত্রে অনেক মতামত বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে বসব।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৪৭টি। এ ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন জোটভুক্তদের চিঠি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার সুপারিশ জমা দেবে এই কমিশন।

দায়িত্ব নেওয়ার পর কমিশন গত ২২ অক্টোবর নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে নাগরিক সমাজকে ১৫ নভেম্বরের মধ্যে ই-মেইল, ওয়েবসাইট বা কমিশনের ফেসবুকের মাধ্যমে মতামত জানাতে অনুরোধ করে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো নির্বাচন দিতে না পারলে জনগণ ক্ষমা করবে না: শায়েখে চরমোনাই
বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না: মির্জা ফখরুল
উঁকিঝুঁকি যারাই মারবেন বিপদে পড়বেন, জামায়াত নেতার হুঁশিয়ারি
দেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে: শামা ওবায়েদ