• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু

আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৩:৩১
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) মিয়া নুরুদ্দিন অপু।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম মামলার দায় থেকে খালাস দেন তাকে।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্য আসামিদের খালাস দেন। এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল, সেটাই প্রমাণিত হয়েছে।

জানা গেছে, মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই বছরের ৪ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরে র‍্যাব-৩-এর নায়েব সুবেদার মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় অপুর বিরুদ্ধে অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলা করেন। মামলার এজাহারে তার কাছ থেকে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয়। এই টাকা দিয়ে আসামিরা নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়। পরে তদন্ত শেষে ২০২১ সালের ১৫ জুন অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুই ধারায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আরটিভি/এসএইচএম


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি জাফরসহ ২৮৭ জনের বিরুদ্ধে মামলা
বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান
হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, ৫ কিশোর গ্যাংয়ের সদস্য আটক