• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন 

আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৫:৪৮
তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন 
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল এলাকায় রিয়াজ হোসেন নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল মতিন হাওলাদারকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালত তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এদিন ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবদুল মতিন হাওলাদারকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ইলিয়াস হোসেন তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মতিনের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল মতিন হাওলাদারকে আটক করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ থানার রিয়াজ হত্যা মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হত্যা, আ.লীগ নেতা ৫ দিনের রিমান্ডে
ব্যারিস্টার সুমন দুই দিনের রিমান্ডে
ফের ৫ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
আবু সাঈদ হত্যা, বেরোবির সাবেক প্রক্টর ৩ দিনের রিমান্ডে