• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম: মাহফুজ আলম

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৩৩

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের জনগণের গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মনোনীত সরকার। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের সপক্ষে যারা আছেন, তাদের নিয়েই আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে। আর জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম দেখে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম।

নবীন এ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা চেষ্টা করেছি এবং বেশিরভাগই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি।

সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগের বিষয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে, আমরা সেটি খতিয়ে দেখবো। তবে আমরা মনে করি, যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে, তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে তারা জনগণের পক্ষেই আছেন।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবার প্রতি অনুরোধ জানিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী
অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য: তথ্য উপদেষ্টা
শাহজালালে আরেকটি ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা