• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

২৮ নভেম্বর নাগাদ সম্পদের হিসাব দিতে হবে পিডিবি কর্মীদের 

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ২০:০০
২৮ নভেম্বর নাগাদ সম্পদের হিসাব দিতে হবে পিডিবি কর্মীদের
ফাইল ছবি

আগামী ২৮ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সব কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৩ নভেম্বর) পিডিবির সচিব সেলিম রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা গেছে এ তথ্য।

আদেশে বলা হয়ে, কর্মচারীদের আগামী ২৮ নভেম্বরের মধ্যে স্ব-স্ব দপ্তর প্রধানদের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব বরাবর সম্পদ বিবরণী পাঠাতে হবে।

প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশ দেয় যে, সব সরকারি কর্মচারীর অর্জিত সম্পদ বিবরণী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে দাখিল করতে হবে। সে লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা এবং কর্মচারীদের অর্জিত সম্পদ বিবরণী নির্ধারিত ফর্মে আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব-স্ব দপ্তর প্রধানের কাছে দাখিল করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে দাবি উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। অন্তবর্তী সরকারও বিষয়টি আমলে নিয়ে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করে। এর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা কমে আসবে বলে মনে করা হচ্ছে।

পিডিবির মুখপাত্র পরিচালক (জনসংযোগ) শামীম আহসান বলেন, বিগত সরকারের সময়ও পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা একবার সম্পদের হিসাব দিয়েছিলেন। এবার আবারও আমাদের কাছে হিসাব চাওয়া হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই হিসাব জমা দিতে পারবো বলে আশা করছি।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের জয়ে রাতারাতি বাড়ল ইলন মাস্কের সম্পদ
সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত
প্রাণিসম্পদ অফিসে ঢুকে কর্মকর্তাকে হত্যার হুমকি দিলেন খামারি