• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সাবেক আইজিপি শহীদুলের ফের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি

  ১৩ নভেম্বর ২০২৪, ২০:০২
শহীদুল
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ফের পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় এর আগে তারা দুইদিনের রিমান্ডে ছিলেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অপর দুই আসামি হচ্ছেন- যুগ্মসচিব এ কে এম গোলাম কিবরিয়া মজুমদার ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিম।

বুধবার (১৩ নভেম্বর) কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পিপি ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলায় সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জন আসামি।

মামলা থেকে জানা যায়, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৮ যাত্রী নিহত হন।

এই ঘটনায় সেই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে চৌদ্দগ্রাম থানার তৎকালীন পুলিশ।

একই ঘটনায় গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে পাল্টা মামলার আবেদন করেন নাশকতাকবলিত ওই বাসটির মালিক চৌদ্দগ্রামের আবুল খায়ের। আদালতের আদেশে পরে চৌদ্দগ্রাম থানায় এফআইআর দায়ের করা হয়। সেই মামলায় আইজিপি শহীদুল হকসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিলেন আদালত।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: আইজিপি 
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ প্রতিটি পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি
গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না: আইজিপি