• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ওয়াসার তাকসিম ও সাবেক নাসিক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ২০:০৬
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান।

এর আগে, গত ২১ আগস্ট তার বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় তাকসিম আহমেদ খানের বিদেশ গমন স্থগিত করে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত আবশ্যক বলে জানায় দুদক। আবেদনটি আমলে নিয়ে আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিচারক গত ৬ নভেম্বর সাবেক নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তবে বুধবার (১৩ নভেম্বর) এ তথ্য প্রকাশ পায়। পরবর্তীতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করেন।

অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান।

অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। আবেদনটি আমলে নিয়ে আদালত ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষেধাজ্ঞা কাটাতে মরিয়া সাকিব
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরা নিয়ে খবরটি ভুয়া
নিজের সম্পদের বিবরণী তুলে ধরলেন দুদক চেয়ারম্যান  
৩০০ কোটি টাকা পাচার, হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু