শাহজালালে আরেকটি ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য আরেকটি ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টার কিছু আগে এ লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এই লাউঞ্জ প্রবাসীদের কষ্ট লাঘবে কাজে দেবে বলে জানান ড. ইউনূস।
এর আগে, সোমবার (১১ নভেম্বর) সকালে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার আগে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস। আজ ঢাকায় ফিরে আরেকটি লাউঞ্জ উদ্বোধন করলেন তিনি।
বেসামরি বিমান ও পর্যটন মন্ত্রলালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় ওই ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে।
নতুন লাউঞ্জটিতে যেসব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে তা হলো– নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া।
এদিন রাত ৮টার কিছু আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এর আগে, বিকেল সাড়ে ৫টার (স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা) দিকে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন তিনি।
গত সোমবার আজারবাইজান যান ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি।
এ ছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই রূদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টাও ছিলেন।
আরটিভি/একে
মন্তব্য করুন