• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

সাবেক এমপি গোলাম কিবরিয়া কারাগারে

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৫৯
গোলাম কিবরিয়া টিপু
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টায় হাতিরঝিল থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির কর হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টিপুকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়ে কারাগারে পাঠান আদালত।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠাতা করতে জাতীয় পার্টি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী সরকারকে তারা মদদ দিয়েছে। দক্ষিণাঞ্চলে লঞ্চ ব্যবসায় ও ট্রেন্ডারবাজি করে বিপুল অর্থ কামিয়েছেন এই সাবেক সংসদ সদস্য।

তবে টিপুর আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি সকালে ৯টা ৫০ এর দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এ সময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় এ বছরের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীসহ এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ৬৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১ নম্বর আসামি।

২০০৮ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বরিশাল-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন গোলাম কিবরিয়া টিপু। তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার আগরপুর এলাকায়।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্তানদের আর্তনাদে কারামুক্ত সেই জামাল মিয়া
বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি
মা নেই, চার শিশুর বাবা কারাগারে: যে নির্দেশ দিলেন হাইকোর্ট
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা আইসিটি মামলা বাতিল