• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

চিফ প্রসিকিউটরকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৬
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৫ নভেম্বর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসেছিলেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।’

এদিকে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গতকাল ১৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ্যাড. তাজুল ইসলামকে উদ্দেশ্য করে আমার বক্তব্যের তথ্যে বিভ্রাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার বক্তব্য প্রত্যাহার করছি। চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনায় বিষয়টি পরিষ্কার হওয়ায় গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

অন্যদিকে, ট্রাইব্যুনাল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি গতকাল ট্রাইব্যুনালের সামনে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসেবে পূর্ণ সহযোগিতা আশ্বাস ব্যক্ত করেছেন।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নুর
‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ঘুষ গ্রহণ, এসআই প্রত্যাহার
মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
পুলিশের ৬৪ কর্মকর্তাকে বদলি-প্রত্যাহার