• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা, আইএসপিআরের বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৭:৫০
ফাইল ছবি

শিল্পাঞ্চলে সেনাবাহিনীর নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

শুক্রবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংস্থাটি।

আইএসপিআর জানায়, ইদানীং কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এ পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিচে দেওয়া নম্বরে অভিযোগ জানাতে বলেছে আইএসপিআর। ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯।

আরটিভি/এসএপি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত
এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বেড়েছে ফি
ভারতীয় সংবাদমাধ্যমের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়
সার আমদানির ঋণপত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ