• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ২০:১৩
আনিসুল হক
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক তাকে কারাগারে রাখার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরের দিন ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর কয়েক দফা রিমান্ড শেষে আবারও (৩০ অক্টোবর) শাহবাগ থানায় করা ভোট চুরির মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অডিটোরিয়াম থেকে আইনজীবীদের বের করে দেন। এরপর নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাল ও ভুয়া ব্যালট তৈরি করে ভোট দিয়ে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের নামে রাজধানীর শাহবাগ থানায় ৩০ সেপ্টেম্বর মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এবি এম ইব্রাহীম খলীল। এ মামলায় আনিসুল হক এজাহারনামীয় প্রধান আসামি।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
সন্তানদের আর্তনাদে কারামুক্ত সেই জামাল মিয়া
সাবেক এমপি জাফরসহ ২৮৭ জনের বিরুদ্ধে মামলা
হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড