• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিক্ষক নিয়োগে পর্যাপ্ত মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয় না: গণশিক্ষা উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ২১:২২
শিক্ষক নিয়োগে পর্যাপ্ত মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয় না: গণশিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত সেকেন্ড ইন্টারন্যাশনালে সাইকোমেট্রিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখনও সাইকোমেট্রিক পরীক্ষার নিজস্ব টুলস তৈরি হয়নি। জনসংখ্যার দিক থেকে অগ্রগামী হলেও এখানে আইকিউ টেস্টের নিজস্ব কোনো টুলস নেই। চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশে বাস্তব কাজ করার মতো নিজস্ব কোনো সাইকোমেট্রিকস টেস্ট নেই। ফলে, বিদেশের তৈরি বিভিন্ন টুলস দিয়ে আমাদের কাজ চালাতে হয়। কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়ের সাংস্কৃতিক ভিন্নতা অনেক বেশি।

তিনি বলেন, আমাদের নিজস্ব পরীক্ষা পদ্ধতি তৈরি করা উচিত। এতে আমরা সহজেই এসব টেস্টে প্রয়োগ করতে পারবো এবং তা অধিকতর নির্ভরযোগ্য হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশীরের সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহীনুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তানভীর ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিভাগের অধ্যাপক আহসান হাবিবসহ প্রমুখ।

আরটিভি/এসএইচএম


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ফিরছে পুরনো পদ্ধতি 
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছাত্রলীগ কর্মীকে ভিসির পিএস নিয়োগ, প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
নিয়োগযোগ্য শিক্ষার্থী গড়ার তালিকায় নেই দেশের কোনও বিশ্ববিদ্যালয়