ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

মৌখিক পরীক্ষা স্থগিত, অবরুদ্ধ পেট্রোবাংলা

আরটিভি নিউজ

রোববার, ১৭ নভেম্বর ২০২৪ , ১২:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিভিন্ন অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) অবরুদ্ধ করে রেখেছেন চাকরি প্রত্যাশীরা। এতে সংস্থাটিতে কর্মরতরা ভিতরে আটকা পড়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রোবাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছেন তারা। 

আন্দোলনকারীদের অভিযোগ বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। এ অবস্থায় তাদের দাবি, দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন করা এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। 

বিজ্ঞাপন

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রত্যাশীরা।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |