• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

র‌্যাব-পুলিশসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৩:৩৫
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের সাতজন নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। এতে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে পৃথকভাবে এ অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গুম করার পর গুলি করে বা ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত-পা কেটে ফেলা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

এসব ঘটনায় পুলিশ, র‍্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচারেরও দাবি করেন তারা।

এ বিষয়ে ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের ফিরিয়ে আনারও দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, যে সাতজন অভিযোগ করেছেন, তাদের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন, একজন এখনও নিখোঁজ আর বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছে।

এর আগে, গুম ও নির্যাতন ইস্যুতে সবশেষ গত ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগে করেন যশোর ও জয়পুরহাটের ৪ ছাত্র শিবির নেতা। এ ছাড়া গত ২১ অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ৬ নেতাকর্মীও অভিযোগ দাখিল করেন।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ হেভিওয়েট আসামিকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সোমবার
পেরু ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে জোড়া দুঃসংবাদ 
ছেলেকে টর্চার করে মাকে হত্যার স্বীকারোক্তি আদায়ের অভিযোগ
লালমনিরহাটে চুরির অভিযোগে মারধর, ইজিবাইকচালক নিহত