• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটির পরিচিতি ও সন্মাননা অনুষ্ঠান

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৫:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ও সামাজিক সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’-এর উদ্যোগে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ক্লাব হাউসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটিকে সম্মাননা প্রদান, ২০২২-২০২৪ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা এবং ২০২৪-২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্বের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ গালিব খান এবং মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী।

পরবর্তীতে বক্তব্য দেন ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি খন্দকার আতাউর রহমান। তিনি তার বক্তব্যে ক্লাবের বিগত কমিটির কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টামন্ডলীর সন্মানিত সদস্য ও ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, মো: সেলিম ভূঁইয়া, ড. মোহাম্মদ মহিউদ্দিন, ড. মোহাম্মদ আব্দুল মইন, রুবিনা মালেক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসান লিপু। উপদেষ্টারা ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডকে সফল করার জন্য সকল সদস্যদের সক্রিয় অংশ গ্রহণ করার প্রতি জোর দেন এবং একটি সক্রিয় এবং সমৃদ্ধ কমিউনিটি গড়ে তোলার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

নবনির্বাচিত সভাপতি মুকলেসুর রহমান তার মেয়াদের জন্য একটি দৃঢ় ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, যেখানে তিনি ক্লাব কার্যক্রমে ঐক্য, উদ্ভাবন এবং ধারাবাহিক উৎকর্ষতার উপর গুরুত্ব দেন। সাধারণ সম্পাদক মুহাম্মদ নজমুল ইসলাম ক্লাবের সদস্যদের প্রতি তাদের অবিচল সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষ পর্বে ক্লাবটির প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবটির নবনির্বাচিত সভাপতি মুকলেসুর রহমান আর অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী সাংস্কৃতিক সম্পাদক ড. খাদিজা রহমান তানচি।

উল্লেখ্য, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড এর ২০২৪-২০২৬ সালের জন্য তৃতীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে।

ক্লাবের নেতৃত্বে রয়েছেন - সভাপতি হিসেবে মুকলেসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল বিল্লাহ, সহ-সভাপতি সেলিনা সিদ্দিকা আন্না, মোহাম্মদ হুমায়ুন কবির, মো. মাঈন উদ্দিন ও কাজী মো. শাহাদাত হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজমুল ইসলাম, অর্থ সম্পাদক তোহিদুর ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু শায়েম, মীর দাউদ আহমেদ নাজিম, মেহেদী আমিন চৌধুরী, মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী ও কাজী আহামাদুর রহমান। গবেষণা সম্পাদক হিসেবে আছেন ড. মোহাম্মদ রবিউল বাশার, সামাজিক সম্পাদক মুহাম্মদ ফুরকান আলী, সাংস্কৃতিক সম্পাদক মো. তাসিন উল ফারহান, ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান খান, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক হাসিন বুলবুল ফেরদৌস, সহকারী সম্পাদক মো. রেজাউল করিম (ক্রীড়া), মো. গোলাম মোস্তফা (সামাজিক), ড. খাদিজা রহমান তানচি (সাংস্কৃতিক) ও মো. সাইফুল ইসলাম (প্রকাশনা)। কার্যনির্বাহী সদস্যগণ হিসেবে রয়েছেন মো. ইয়াসিন সোহাগ এবং মিস রাইসা রহমান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়