• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ফারুকী

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৯:০৭
মোস্তফা সরয়ার ফারুকী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১৮ নভেম্বর) বৈঠক করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৈঠকে তিনি তার পরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।

রোববার (১৭ নভেম্বর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মোস্তাফা সরয়ার ফারুকী বাদ পড়ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টির সত্যতা কেউ নিশ্চিত করতে পারেননি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানান, ফারুকী তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন। এ ছাড়া বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন, তা নিয়ে আলোচনা করবেন।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন মোস্তফা সরয়ার ফারুকী। তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই ফারুকীকে উপদেষ্টা করা নিয়ে চলছে সমালোচনা। অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেঁটে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি উঠেছে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
মানচিত্র নিয়ে মাহফুজের বক্তব্যের বিষয়ে অবস্থান স্পষ্ট করল সরকার 
‘অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে’
অন্তর্বর্তী সরকারকে আরও ২ বছর সময় দিতে হবে: নুর