• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হয়েছে: ড. ইউনূস

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৯:২৩
অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হয়েছে: ড. ইউনূস
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকারের পতনের পর এক সপ্তাহ পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে। কিন্তু তেমনটা হয়নি। টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে।

অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনরোষে পড়ে পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়। বর্তমানে আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইনশৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি। এ ক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে।

ড. ইউনূস বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে।

সংকটময় সময়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কঠিন এই সময়ে আপনারা সবাই অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে, সেই আহ্বান জানিয়েছেন। আপনাদের সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে তুরস্কের প্রতি ড. ইউনূসের আহ্বান 
রাজধানীতে যানজট নিরসনে পদক্ষেপের নির্দেশ ড. ইউনূসের
জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত