• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

চোরাচালান অভিযোগ উঠলে উড়োজাহাজের পারমিট বাতিল: এনবিআর

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ২৩:৩৯
এনবিআর
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, এয়ারক্রাফটের ভেতরে আলাদা করে কীভাবে স্বর্ণ ঢুকল এবং কীভাবে এটা আসল, এর দায়দায়িত্ব কিন্তু তাদেরকে (এয়ারলাইন্স) নিতে হবে। আমি জানি না আমাদের বিদ্যমান আইন কী বলে, যাদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটবে, সে ধরনের এয়ারক্রাফটগুলোকে আমরা চিহ্নিত করব। তারা এখানে রুট পারমিট পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার (১৭ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কাস্টমস হেল্প ডেস্ক’ উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবদুর রহমান খান বলেন, সোজা কথা হল, প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন আনতে হবে। ভারসাম্যহীনতা নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনতে হবে। এ সময় দেশের অভ্যন্তরে আমদানির তুলনায় সোনার পরিমাণের অসামঞ্জস্যতার কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে যে ব্যাগেজ রুলস ঘোষণা করা হয়েছে তাতে সংযোজন-বিয়োজন আসবে।

পরে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুলে নিজেদের যুদ্ধবিমানই ভূপাতিত করল মার্কিন বাহিনী
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল
‘স্পিরিট অব জুলাই’ কনসার্টের টিকিট ভ্যাটমুক্ত