• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও কোনোটি বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ১১:৪৪
কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও কোনটি বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে। ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক। এটা ভালোর দিকে যাচ্ছে। কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। তবে, আমরা কোনো ব্যাংক বন্ধ করব না।

তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, সরকারি কর্মকর্তা যারা আছেন, তাদের বেতন-ভাতা আটকাবে না। এডিপিতে কোনো কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে, সেসব ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গাগুলো দিয়ে হাঁটব যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাব। পরে যারা আসবেন তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অর্থ উপদেষ্টা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্থিক সহায়তা পেল দুর্বল তিন ব্যাংক
আমিও বাজারে যাই, আমারও দুঃখ লাগে: অর্থ উপদেষ্টা
গ্রহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা, ভুক্তভোগীদের মানববন্ধন
তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ