• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ১৩:১৫

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। এ ছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। নতুন আইনে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

তিনি আরও বলেন, ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করেছি।

আইন উপদেষ্টা বলেন, পতনের ২-৩ দিন আগে নিজের পরিবার আত্মীয়-স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলব, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ সচিবালয় পরিচালনায় অতিরিক্ত ক্ষমতা পেলেন আসিফ নজরুল
সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
হত্যার চেয়ে গুম খারাপ অপরাধ: আসিফ নজরুল
কোনো মোড়কেই জঙ্গিবাদ অ্যালাউ করতে পারি না: আসিফ নজরুল