• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

বায়রা নির্বাচন নিয়ে হাইকোর্টকে ৭ দিনের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ১৩:১৯
ছবি: সংগৃহীত

বিদেশে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচন নিয়ে সাতদিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থার মেয়াদ বাড়িয়েছেন সর্বোচ্চ আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বহাল থাকবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ১১ নভেম্বর বায়রা নির্বাচনী কার্যক্রমের ওপর ১৮ নভেম্বর পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছিলেন আপিল বিভাগ। একইসঙ্গে ১৮ নভেম্বর আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে বলে জানানো হয়েছিল। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ সেদিন এমন আদেশ দিয়েছিলেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ৫ নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী তফসিল স্থগিত করেন হাইকোর্ট। সংস্থাটির সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা এক রিটপিটিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজ সে স্থিতাবস্থা বৃদ্ধি করে আদেশ দেন সর্বোচ্চ আদালত।

সেদিন আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বায়রা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত উক্ত বিধিমালার বিধি ১৪তে স্পষ্ট উল্লেখ আছে যে, প্রত্যেক বাণিজ্য সংগঠনের বিদ্যমান কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটির ক্ষেত্রমতে সংশ্লিষ্ট সদস্য পদের নির্বাচনের অন্তত ৯০ দিন পূর্বে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যবিশিষ্ট একটি নির্বাচনে আপিল ভোট গঠন করবে।

কিন্তু বর্তমান বায়রার যে আংশিক কমিটি রয়েছে এই তফসিল ঘোষণা করেছে ৯০ দিনের আগে। ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়েছে। তাছাড়া এরইমধ্যে ৯ জন কার্যনির্বাহী কমিটির সদস্য পদত্যাগ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী সরকারের দোসর হিসেবে পরিচিত। তিনি এরইমধ্যে পালিয়ে গেছেন। বর্তমান সভাপতিও বিদেশে পালিয়ে আছেন। এ অবস্থায় নির্বাচনী তফসিলটি ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ তাই হাইকোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে উভয়পক্ষকে শুনে তাই তফসিল স্থগিত করেছেন। এই আদেশের ফলে বায়রা নির্বাচন স্থগিত থাকবে।

তিনি আরও বলেন, যেহেতু আইনের প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে সঠিকভাবে একটি নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করবে এটাই আশা করি।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করে হাইকোর্ট। একজন ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় উচ্চ আদালত। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বায়রার কার্যনির্বাহী কমিটি।

এর আগে গত ২৫ জুন বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল ষোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরটিভি/কেএইচ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ
প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত
তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল