আয়নাঘর প্রসঙ্গে ট্রাইব্যুনালকে যা বললেন জিয়াউল আহসান
আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন বন্দিশালার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হলে তিনি এ কথা বলেন।
জানা গেছে, এদিন জিয়াউলের বিরুদ্ধে আনীত অভিযোগ অভিযোগ পড়ে শোনান প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন। অভিযুক্তদের আদালতে বক্তব্য রাখার বিধান না থাকলেও সাবেক এই সেনাসদস্যকে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেন ট্রাইব্যুনাল।
তখন জিয়াউল আহসান বলেন, আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। এনটিএমসিতে তিনি প্রযুক্তিগত কাজ দেখভালের দায়িত্বে ছিলেন।
তার আইনজীবী ও বোন নাজনীন নাহার আত্মপক্ষ সমর্থনে বলেন, এনটিএমসি কখনও কাউকে অনুসরণ করেনি।
আরটিভি/এসএপি-টি
মন্তব্য করুন