• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা বের করার চেষ্টা করেছি: ইসি সচিব

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৫:২৪
ফাইল ছবি

ইসি সচিব মো. শফিউল আজিম বলেছেন, নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা আমরা বের করার চেষ্টা করেছি। সুষ্ঠু নির্বাচনে বাধা নিয়ে আমরা সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করেছি।

বুধবার (২০ নভেম্বর) নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শফিউল আজিম বলেন, নির্বাচন সংস্কার কমিশনকে একগুচ্ছ সুপারিশ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য সংস্কার কমিশনের কাজ যাতে ফলপ্রসূ হয়। আমাদের পক্ষ থেকে সুপারিশ দিয়েছি কমিশনকে।

ইসি সচিব বলেন, আইন প্রয়োগে নির্বাচনী কর্মকর্তারা যাতে কোনো পক্ষ থেকে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে আলোচনা করেছি। নির্বাচনী অপরাধের বিচার যাতে করা হয় এবং সেই ক্ষমতা যাতে ইসির হাতে থাকে, সে বিষয়ে সুপারিশ করি। মিডিয়া যাতে নিরপেক্ষ আচরণ করে, সে বিষয়েও সংস্কার কমিশনকে সুপারিশ করা হয়েছে।

এদিকে, নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে। ভবিষ্যতে আরও সুপারিশ দেবেন তারা। কমিশনের ক্ষমতা ও কার্যকারিতা কীভাবে বাড়ানো যায় এবং মাঠ প্রশাসনসহ দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন: হাবিব উন নবী
ইসি সচিব শফিউল আজিম ওএসডি
সাবেক ইসি সচিব হেলালুদ্দীন ৪ দিনের রিমান্ডে
নির্বাচনী ব্যবস্থা সংস্কারে মতামত চেয়েছে কমিশন