• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পরিবর্তন আসছে আইজিপি ও ডিএমপি কমিশনার পদে

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৮:০০
পরিবর্তন আসছে আইজিপি ও ডিএমপি কমিশনার পদে
ছবি: সংগৃহীত

পরিবর্তনের খবর শোনা যাচ্ছে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে। মো. ময়নুল ইসলামকে সরিয়ে পুলিশের ৩৩তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান বাহারুল আলম। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি।

পরিবর্তন আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদেও। এ পদে দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ সাজ্জাত আলী।

বুধবার (২০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পরই বড় ধরনের রদবদল আসে বাংলাদেশ। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম। তিন মাস না যেতে না যেতে তাকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার।

জানা যায়, নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিতে চলা বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে কাজ করেছেন আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে।

এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন বাহারুল আলম। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

আরটিভি/এসএইচএম/এস


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সাত মিলনায়তনের নাম পরিবর্তন, যা বলছেন নাট্যজনরা
প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না: পার্বত্য উপদেষ্টা
লাইসেন্স-ট্যাক্সের আওতায় আসছে অটোরিকশা: ডিএমপি কমিশনার