• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সরকারের দরজা আলোচনার জন্য উন্মুক্ত: উপদেষ্টা মাহফুজ

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৯:৫৬
উপদেষ্টা মাহফুজ
ছবি: সংগৃহীত

সরকারের দরজা আলোচনার জন্য উন্মুক্ত মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীদের অনেক ধরনের দাবি-দাওয়া আছে। তবে কোনো ধরনের উসকানি বা নেতিবাচক কিছুতে প্রভাবিত না হয়ে আপনারা সরকারর সঙ্গে আলোচনায় আসুন।

এ সময় তিনি আন্দোলনে নেমে শিক্ষার্থীদের সড়ক বন্ধ না করে দাবি-দাওয়া নিয়মমাফিকভাবে করার আহ্বান জানান।

বুধবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত বৈঠক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের এ আহ্বান জানান।

একই সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করলো, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। তবে এত দ্রুত শিক্ষার ব্যাপারে এমন দাবি বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন হয়েছিল।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছোড়ায় একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের ঘটনা দুঃখজনক। আজকেও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও স্পষ্ট না, কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, কোনো ধরনের উসকানিতে না পড়ে যেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে। আহ্বান জানাচ্ছি, ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংগঠন‌কে নি‌ষিদ্ধ করার আগে তদন্ত করা হ‌বে: উপদেষ্টা মাহফুজ
শিক্ষার্থীদের সংঘাত নিয়ে যা বললেন উপদেষ্টা মাহফুজ