• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

‘মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে’

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৬
‘মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে’
ছবি : সংগৃহীত

মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে বলে মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ ভূঁইয়া।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামের ডিগবার ফুটবল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আশরাফ ভূঁইয়া বলেন, কৌতূহলেও কখনো মাদক সেবন করা যাবে না। এ জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে। একমাত্র খেলাধুলায় মাদককে বিরত রাখতে পারে। মাদক নিয়ন্ত্রণে বড় প্রয়োজন সচেতনতা ও নিজের শক্ত মনোবল।

তিনি উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশে বলেন, তোমরা কখনও কোনো সময় পিতা-মাতার অবাধ্য হবে না। সব সময় পড়াশোনা ও খেলাধুলার প্রতি মনোযোগ দিবে। উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা তোমাদের সব সময় পাশে থাকবো।

এর আগে পেরাব সিনিয়র স্পোটিং ক্লাব ট্রাইবেকারে জুনিয়র স্পোটিং ক্লাবকে ২-০ ব্যবধানে হারায়।

এ সময় যুবদল, ছাত্রদল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন