• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৬
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোবাবর রাতে নারায়ণগঞ্জ থেকে ইমন খানকে গ্রেপ্তার করা হয়।

ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন।

তালেবুর রহমান বলেন, গত ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাবির শিক্ষার্থীরা মিছিল বের করলে তাদের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশী অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ইমন খান।

গ্রেপ্তার ইমনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিএমপির কর্মকর্তা তালেবুর রহমান।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে ইমরানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার
অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে: সারজিস
হাতিয়ায় অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার
নতুন মামলায় গ্রেপ্তার আমু-ইনুসহ ৫ জন