• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জ্যাকব

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১৭:০৪
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রূপনগর এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ৩ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১ অক্টোবর সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন হত্যাচেষ্টা মামলায় তাকে ৭ দিনের রিমান্ড দেন আদালত। এরপর গত ২০ নভেম্বর রূপনগর থানার এ মামলায় পুনরায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানার প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রুপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জ্যাকব এজাহারনামীয় ১২২ নম্বর আসামি।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি বাহারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে