• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল 

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১১:০৬
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) তাদেরকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিন ও লালবাগ থানার একটি হত্যা মামলায় কামরুল ইসলামের ৩ দিন দিনের রিমান্ড দেওয়া হয়।

এর আগে, গত ১৮ নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে ২৬ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ রিমান্ডে
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ রিমান্ডে
সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে
যুবদল নেতা হত্যা, আ.লীগ নেতা ৫ দিনের রিমান্ডে