• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

নবগঠিত সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা নিয়ে প্রজ্ঞাপন

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৭
সংস্কার কমিশন
ছবি: সংগৃহীত

পাঁচ সংস্কার কমিশনের প্রধানদের মর্যাদা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন কমিশন প্রধানরা। কমিশনের অন্যান্য সদস্যরাও প্রতিটি সভায় অংশ নেওয়ার ক্ষেত্রে ১০ হাজার ও ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

বুধবার (২৭ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কমিশন প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নয়, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা সম্মানী এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা অংশ নেওয়ার জন্য ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন।

এর আগের সংস্কার কমিশনগুলোর চেয়ারম্যান ও সদস্যরাও একই পদমর্যাদা ও সুবিধা পেয়েছেন। তার মধ্যে রয়েছে- সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ও দুর্নীতি দমন কমিশন।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ শুরু শিগগিরই: আলী রীয়াজ
দেশের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডে নিতে চান ড. ইউনূস
নির্বাচন ব্যবস্থা সংস্কারে গণঅধিকার পরিষদের ১৭ প্রস্তাব
পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না: মান্না