• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাইকোর্টে ডিমকাণ্ড: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৫
ফাইল ছবি

হাইকোর্টের একটি এজলাসে বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে আইনজীবীদের ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ নির্দেশের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।

এর আগে বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী।

বিজয় ৭১ ভবনের ৩২ নম্বর আদালত এ ঘটনা ঘটে। তবে ছুড়ে মারা ডিম বিচারপতির গায়ে লাগেনি। উদ্ভূত পরিস্থিতিতে হৈ চৈ হট্টগোলের মধ্যে বিচারপতি আশরাফুল কামাল ও বেঞ্চের কনিষ্ট বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস ত্যাগ করেন। এরপর বাকি সময় ওই বেঞ্চে আর বিচারকাজ হয়নি।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধ ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
ডেসটিনির এমডিসহ ১৯ জনের মামলার রায় পেছাল
ইসকন নিষিদ্ধ নিয়ে যা জানালেন হাইকোর্ট
ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ