• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার, নেওয়া হলো ডিবিতে

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২২:৫৭
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার, নেওয়া হলো ডিবিতে
ফাইল ছবি

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে প্রথমে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, কারওয়ান বাজার এলাকায় শনিবার রাতে মুন্নী সাহাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, ছাত্র আন্দোলনে চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় মুন্নী সাহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি যাত্রাবাড়ী থানায়, আরেকটি মিরপুরে। এরমধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে নাঈম হাওলাদার (১৭) নামে এক শিক্ষার্থী গুলিতে নিহত হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট নিহতের বাবা কামরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এতে মুন্নী সাহাকে আসামি করা হয়।

উল্লেখ্য, ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। সেখানে শুরু থেকেই যুক্ত ছিলেন মুন্নী সাহা। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে গত বছরের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
অপরাধী গ্রেপ্তারে কোনো রক্তচক্ষুকে ভয় পাই না: ডিবিপ্রধান