বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের বারিধারা জোনের ৩টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনও হতাহত না হলেও ৪টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান।
তিনি বলেন, ভবনটির চারপাশ আবদ্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এ ছাড়া ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিলোনা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তদন্ত সাপক্ষে পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি।
এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান জানান, শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন