• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

স্বামীর খালাসের রায় শুনে যা বললেন বাবরের স্ত্রী

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪০
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর এ রায়ে শুধু বিএনপি নয়, লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামানও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ন্যায়বিচার পেয়েছি। এজন্য মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।

রোববার (১ ডিসেম্বর) মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরের খালাস পাওয়ার পর তিনি এ কথা বলেন।

তাহমিনা জামান আরও বলেন, এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট, তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবেন। আদালত ন্যায়বিচার করেছেন।

প্রসঙ্গত, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশ গ্রেনেড হামলা মামলায় আপিল করে আজ খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার সব আসামি। বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি সোলায়মান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বায়ুদূষণবিরোধী অভিযানে মামলা ৩৩, জরিমানা ৯৪ লাখ টাকা 
সাউথইস্ট ব্যাংকের ৫২৬ কোটি টাকা লুটপাট, ৬ জনের বিরুদ্ধে ২ মামলা
কেডিএস গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা