• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মঙ্গলবার লেবানন থেকে ফিরবেন আরও ৪০ বাংলা‌দে‌শি

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৬
ফাইল ছবি

লেবাননে যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা একে একে দেশে ফিরছেন। তারই ধারাবাহিকতায় এবার মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) আরও ৪০ বাংলা‌দে‌শি নাগ‌রিক দে‌শে ফির‌বেন।

স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) রা‌তে এই তথ‌্য জা‌নায় বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা হ‌বেন। পরে বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌বে।

প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা অব‌্যাহত র‌য়ে‌ছে। সব‌শেষ গত ২১ ন‌ভেম্বর দেশ‌টি থে‌কে ৮২ বাংলা‌দে‌শি দে‌শে ফে‌রে। এ নি‌য়ে ক‌য়েক দফায় লেবানন থে‌কে দে‌শে ফি‌রে‌ছে মোট ৬৯৭ জন।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে লেবানন সেনাবাহিনী-হিজবুল্লাহ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি, স্বাগত জানাল ইরান
লেবাননে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩১
৩৬ ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতি, ঘোষণা দেবেন বাইডেন ও ম্যাক্রোঁ