• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক এমপি সাফিয়া খাতুন কারাগারে

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পল্লবীতে আকরাম খান রাব্বি হত্যা মামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ডিসেম্বর) পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রোববার (১ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার পুলিশ পরিদর্শক আদিল হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তার আগে, গত ৩০ নভেম্বর রাজধানীর পল্লবী থানার বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে পুলিশ গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন আকরাম খান রাব্বি। পরে বিকেল ৫টার দিকে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সম্মিলিত আক্রমণে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এ ঘটনায় গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় সাফিয়া খাতুন সন্দিগ্ধ আসামি।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল: জামায়াত আমির
ইজিবাইক চালক হত্যা, কারাগারে সাবেক রেলমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি মামুন
সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার