• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

৩২ বছর পর্যন্ত যতবার খুশি বিসিএস, পিএসসির প্রস্তাব

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:১২
বিসিএস পরীক্ষা
ছবি: সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর বয়স পর্যন্ত যতবার খুশি ততবার বিসিএস পরীক্ষায় একজন প্রার্থীর অংশগ্রহণের সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়।

পিএসসির পরীক্ষা শাখা সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩২ বছর পর্যন্ত চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন একজন প্রার্থী। তবে প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চায় পিএসসি। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে। যদি মন্ত্রণালয় এতে চূড়ান্ত অনুমোদন দেয় তাহলে চাকরিপ্রার্থীরা তাদের বয়সসীমা পর্যন্ত যতবার খুশি, ততবার বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, প্রেষণ ও পদোন্নতি বিভাগের একজন কর্মকর্তা বলেন, কয়েকটি প্রস্তাব এসেছে। এগুলো দু-একদিনের মধ্যেই অনুমোদন হয়ে যেতে পারে। তবে কোনটি অনুমোদন হবে, তা এখনই বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে বিসিএসে চারবারের বেশি অংশ নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগের বৈঠকে সর্বোচ্চ তিনবার বিসিএস দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। এরপরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার সিদ্ধান্ত নেয় যে, একজন পরীক্ষার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা কয়বার বিসিএসে দেওয়া যাবে, সেটা বেধে দেওয়ার বিপক্ষে। এ ছাড়া বিষয়টির প্রতিবাদ জানিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা।

আরটিভি নিউজ/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে প্রতিবাদ জামায়াতে ইসলামীর
পিএসসির নতুন সদস্যদের শপথ স্থগিত
আবেদ আলীর অ্যাকাউন্টে ৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
পিএসসিতে আরও ৬ সদস্য নিয়োগ