• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮
ছবি: সংগৃহীত

সব প্রতিকূলতাকে ছাপিয়ে সীমান্তের সার্বিক সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন। তারই ধারবাহিকতায় এবার তারা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। পরে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলা এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাজ্যে সাইবার হামলা নিয়ে এনসিএসসি প্রধানের সতর্কবার্তা
সীমান্তে পৌনে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক 
বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণ সতর্কতা