সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ০৪:৩৮ পিএম


সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি
ছবি: সংগৃহীত

সব প্রতিকূলতাকে ছাপিয়ে সীমান্তের সার্বিক সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন। তারই ধারবাহিকতায় এবার তারা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। পরে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলা এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission