• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণ সতর্কতা

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫
ফাইল ছবি

যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটি। সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশের কয়েকটি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করা হয়।

ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে একাধিক সন্ত্রাসী হামলা হতে পারে। পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দারবান ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। অতি জরুরি প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে মনে রাখতে হবে, এখান থেকে নিয়মিত সহিংসতা এবং অন্যান্য অপরাধের খবর আসছে, বিশেষ করে দুর্গম এলাকাগুলো থেকে।

এ ছাড়াও ভ্রমণ সতর্কতায় ব্রিটিশ নাগরিকদের জনবহুল স্থান, ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকতে বলা হয়েছে। ইসলামের সঙ্গে সামঞ্জস্য নয়, কিছু দলের এমন মনে হলে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাজ্যে সাইবার হামলা নিয়ে এনসিএসসি প্রধানের সতর্কবার্তা
বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের যেকোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে: রাষ্ট্রদূত
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক