• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টারপ্ল্যান পুনর্গঠন করা হচ্ছে: নৌপরিবহন উপদেষ্টা

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টারপ্ল্যান পুনর্গঠন করা হচ্ছে: নৌপরিবহন উপদেষ্টা
ফাইল ছবি

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালের মধ্যে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দরটির কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান উপদেষ্টা।

ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরটি নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ গঠন করা হবে। পাশাপাশি সমুদ্রবন্দরটির নির্মাণের মহাপরিকল্পনা পুনর্গঠন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, জাপান-বাংলাদেশ উভয় দেশই দীর্ঘদিন ধরে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের ভূমিকা অনবদ্য। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত হচ্ছে।

বন্দরটি নির্মাণের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে তথা আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত হবে উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, কেবলমাত্র আঞ্চলিক সংযোগের মাধ্যম হিসেবেই নয়, কৌশলগত ও ভূ-রাজনৈতিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের মহাপরিকল্পনা পুনর্গঠন করা হচ্ছে। আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে বন্দরের সার্বিক নিরাপত্তা ইস্যুটি বিবেচনা করতে হবে।

এ ছাড়াও এখানে একটি আন্তর্জাতিকমানের ডক-ইয়ার্ড নির্মাণ করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার দেশের বন্দরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় ও গতিশীলতা আনার লক্ষ্যে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে জাইকার কারিগরি সহায়তা প্রয়োজন।

জাহাজভাঙা শিল্পের পরিবেশগত মান যাচাইয়ের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেন ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, উক্ত কমিটি শিপ রিসাইকেলিং ইয়ার্ডগুলো সরেজমিন পরিদর্শন করে সরকারকে সুপারিশ সহকারে প্রতিবেদন জমা দিবে। নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমিগুলোর উন্নয়নে জাপান সরকারের পেশাগত ও কারিগরি সহযোগিতা দরকার।

এ সময় অবকাঠামোসহ অন্যান্য বিভিন্ন সেক্টরের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুবর্ব্যক্ত করে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ জাপানের বন্ধুরাষ্ট্র। শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ ও অবকাঠামোসহ অন্যান্য বিভিন্ন সেক্টরের উন্নয়নে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। জাপানের স্বেচ্ছাসেবীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অবধি বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করছে। দুই দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব রয়েছে।

জাইকা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর জানিয়ে ইওয়ামা কিমিনোরি বলেন, সবার সহযোগিতায় যথাসময়ে বন্দরের কার্যক্রম শেষ হবে।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা
নতুন বছরে দেশ পুনর্গঠন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান 
১০০ টাকাও ঘুষ খেলে চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন