• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রপ্তানি আয়ে সুখবর, আশা জাগাচ্ছে হোমটেক্সটাইল

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১২
রপ্তানি আয়ে সুখবর, আশা জাগাচ্ছে হোমটেক্সটাইল
ফাইল ছবি

সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে দেশে রপ্তানি আয় বাবদ এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ।

বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির হিসাবে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে এক হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। এ হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় পৌনে ১২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে হোমটেক্সটাইল পণ্যের।

এ ছাড়া নভেম্বরে আসা রপ্তানি আয়ের মধ্যে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার এসেছে শুধু তৈরি পোশাক খাত থেকেই। বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।

এই সময়ে হোমটেক্সটাইলে রপ্তানি বেড়েছে প্রায় ২১ শতাংশ। সেইসঙ্গে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। তবে কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ।

তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে এক হাজার ৪৩৪ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য। বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ।

আরটিভি/এসএইচএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন
পিএসএল থেকে যত টাকা আয় করবেন লিটন, নাহিদ ও রিশাদ
সেলিম আল দীন স্মরণে নানা আয়োজন
‘ডাক্তার জানান আমার আয়ু আর ২ সপ্তাহ’