• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ ৭ ও ৮ ডিসেম্বর

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪
জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ ৭ ও ৮ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

জলবায়ু ন্যায্যতার দাবিতে ঢাকায় দিনব্যাপী এক সমাবেশের ঘোষণা দিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’। সে অনুযায়ী, আগামী শনি ও রোববার (৭ ও ৮ ডিসেম্বর ) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৪।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সন্মেলননে এ তথ্য জানান আয়োজক কমিটি ও ধরা’র সদস্য সচিব শরীফ জামিল।

তিনি বলেন, দুই দিনব্যাপী এ সমাবেশের উদ্দেশ্য হলো জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার রক্ষার জন্য পরিবেশগত ন্যায্যতার আন্দোলনকে আরও শক্তিশালী করা। এ সমাবেশের মাধ্যমে, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মুখে থাকা জনগণের সমস্যা এবং তাদের অধিকার নিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা হবে। এতে দেশ-বিদেশের পরিবেশবিদ, জলবায়ু কর্মী, নীতিনির্ধারক এবং স্থানীয় কমিউনিটির নেতারা অংশ নিয়ে জলবায়ু ন্যায্যতা এবং পরিবর্তনশীল পরিবেশের মধ্যে সমাধান এবং পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

শরীফ জামিল বলেন, ৭ ডিসেম্বর সকাল ১০ টায় সমাবেশের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সম্মেলনটি আয়োজনের লক্ষ্যে ড. মুজিবুর রহমান হাওলাদারকে আহ্বায়ক ও ধরা’র সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি কাজ করছে, যা সাতটি ওয়ার্কিং গ্রুপ গঠনের মধ্য দিয়ে সম্মেলনকে প্রস্তুত করছে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের মানববন্ধন 
ভর্তি ফি কমানোসহ ৩ দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন 
পাকিস্তানের মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবি করে প্রচার
ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধের দাবি সাবেক পুলিশ কর্মকর্তাদের