বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০৭:২২ পিএম


মোহাম্মদ রফিকুল আলম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

রফিকুল আলম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘকাল ধরে স্থাপিত দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর ও বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম প্রধান বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। পাশাপাশি, আমাদের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের সরকারের সঙ্গেই সফলভাবে কাজ করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে বলা যায়, ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্য মোটামুটি অপরিবর্তিত থাকে। আমরা পূর্বে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও কাজ করেছি এবং ভবিষ্যতেও পারস্পরিক স্বার্থে কার্যকর সহযোগিতার সম্ভাবনা রয়েছে। সুতরাং, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় বৈপরীত্যের আশঙ্কা নেই।

আগরতলা সহকারী হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে রফিকুল আলম বলেন, আগরতলা মিশন থেকে এখন কনস্যুলার সেবা প্রদান বন্ধ আছে নিরাপত্তা জনিত কারণে। পরিস্থিতি উন্নতি ঘটলে আপনারা জানতে পারবেন।

এক প্রশ্নের উত্তরে মোহাম্মাদ তিনি জানান, আমিরাত বিভিন্ন সময়ে তাদের ভিসানীতি পরিমার্জন করে থাকে। আমিরাতের ভিসা কবে খুলবে এটি সম্পূর্ণ তাদের বিষয়। জুলাইয়ের আগেই আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসানীতিতে পরিবর্তন আনে। জুলাইয়ের পর তাদের ভিসানীতি আরও কঠিন হয়েছে বলে মনে হচ্ছে।

বিজ্ঞাপন

রফিকুল ইসলাম বলেন, আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে ভিসা নিয়ন্ত্রণ বা সংকোচনের বিষয়ে কিছু বলেনি। তবে যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে, তা আমিরাত কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হচ্ছে। তারা বিবেচনা করবে বা খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission