• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১

স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে তারা এ প্রস্তাব দেন।

বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, সভায় প্রায় সবাই বলেছেন, স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয়ভাবে হওয়া উচিত।

এ ছাড়া স্থানীয় সরকারে সংরক্ষিত নারীদের ক্ষেত্রে ঘূর্ণমান পদ্ধতিতে ভোট, রাষ্ট্রপতি নির্বাচনকে আরও অর্থবহ করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা এবং এ জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৬ মাস করা, নির্বাচনে জেলা প্রশাসকদের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব এসেছে বলে জানান সংস্কার কমিশন প্রধান।

বদিউল আলম মজুমদার আরও বলেন, সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণমুক্ত করা, স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করারও প্রস্তাব এসেছে।

তিনি বলেন, যতোদিন সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততোদিন সংস্কার প্রস্তাব নেব। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে চাই।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মিলিয়ে ২০ জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
চার সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকছে
নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে